ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

টেনিস

চতুর্থ উইম্বলডন শিরোপা জিতলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, জুলাই ১৫, ২০১৮
চতুর্থ উইম্বলডন শিরোপা জিতলেন জোকোভিচ শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত জোকোভিচ-ছবি: সংগৃহীত

নিজের সেরা ফর্মে ফিরেই চতুর্থবারের মতো উইম্বলডনের শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসলেন নোভাক জোকোভিচ। ফাইনালে কেভিন অ্যান্ডারসনকে ৬-২, ৬-২, ৭-৬(৩) সেটে হারিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা।

রোববার (১৫ জুলাই) উইম্বলডনের ফাইনালে সরাসরি দুই সেট জিতে জোকোভিচ জয়ের সুবাস পাচ্ছিলেন এমনিতেই। ম্যাচের দৈর্ঘ্য বাড়ানো এবং পাঁচ সেট পয়েন্ট নিয়ে চতুর্থ সেটে খেলা গড়ানোর মতো কীর্তি গড়েছেন ফাইনালিস্ট অ্যান্ডারসন।

তবে নিজের খেলায় মনোযোগী জোকোভিচকে দমাতে সক্ষম হননি তিনি।  

এটি জোকোভিচের ১৩তম মেজর ট্রফি জয়। পুরুষদের টেনিসের ইতিহাসে যা চতুর্থ সেরা।  গত দুই বছরে কোন শিরোপার স্বাদ পাননি ‘জোকার’। ফলে এই শিরোপা তার জন্য অনেক বড় স্বস্তির।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ