ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

পাঁচ সেটের কঠিন লড়াই শেষে সেমিফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
পাঁচ সেটের কঠিন লড়াই শেষে সেমিফাইনালে নাদাল রাফায়েল নাদাল-ছবি: সংগৃহীত

ইউএস ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করতে রাফায়েল নাদালকে কাব্যিক এক ম্যাচ খেলতে হলো। যার শুরুটা ভয়ংকর, বাজে বললেও ভুল হবে। ২৮২ গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ার ম্যাচে চতুর্থবার ৬-০তে কোনো সেট হারলেন স্প্যানিশ তারকা। তবে আগের তিনবার ম্যাচ হেরে গেলেও এবার অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করেন।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ডোমিনিক থিয়েমের বিপক্ষে কোর্টে নামেন পুরুষ টেনিসের শীর্ষ তারকা নাদাল। তবে ৯ নম্বর তারকার কাছে প্রথম সেটে ৬-০তে হেরে অঘটনের আভাস দেন।

দ্বিতীয় ও তৃতীয় সেটে ঘাম ঝরিয়ে ৬-৪ ও ৭-৫ গেমে জিতে ঘুরে দাঁড়ান। কিন্তু চতুর্থ সেটে থিয়েম টাইব্রেকারে ৬-৭ (৪) গেমে জয় পেলে জমে ওঠে ম্যাচ। সেমিতে যাওয়ার লড়াইয়ে শেষ সেটে চলে সেয়ানে সেয়ানে যুদ্ধ। পাল্লা কখনো নাদালের দিকে তো কখনো থিয়েমের দিকে। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতা কাজে ‍লাগিয়ে টাইব্রেকারে ৭-৬ (৫) গেমে জিতে জয় তুলে নেন নাদাল।

শেষ চারে যেতে এ ম্যাচে নাদালকে লড়তে হয় ৪ ঘণ্টা ৪৯ মিনিট। তবে এরই মধ্যে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি।

১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল ‍আগামী শুক্রবার শেষ চারের ম্যাচে লড়বেন ৩ নম্বর বাছাই হুয়ান মার্টিন দেল পোর্তোর বিপক্ষে। যেখানে আর্জেন্টাইন পোর্তো আরেক কোয়ার্টারে ১১ নম্বর বাছাই জন ইসনারকে ৬-৭ (৫), ৬-৩, ৭-৬ (৪) ও ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ