ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

টেনিস

জোকোভিচের ১৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, সেপ্টেম্বর ১০, ২০১৮
জোকোভিচের ১৪তম গ্র্যান্ড স্ল্যাম জয় ১৪তম গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুললেন নোভাক জোকোভিচ-ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ওপেন জয়ের মধ্যদিয়ে ক্যারিয়ারের ১৪তম গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুললেন নোভাক জোকোভিচ। ফাইনালে হুয়ান মার্টিন দেল পোর্তোকে সরাসরি সেটে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় শিরোপাও জয়ের কীর্তি গড়লেন এই সার্বিয়ান তারকা।

রোববার রাতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফ্ল্যাশিং মিডোসে আর্জেন্টাইন দেল পোর্তোর মুখোমুখি হন পুরুষ টেনিসে বর্তমান বিশ্বের তৃতীয়বাছাই জোকোভিচ।

এদিন প্রথম সেটে জোকার ৬-৩ গেমে সহজ জয় পেলেও, দ্বিতীয় সেটে ঘাম ঝরাতে হয়।

শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭-৬ (৭-৪) গেমে জিতে নেন। আর তৃতীয় সেটে ৬-৩ গেমে জিতে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয় করেন।

এদিকে ১৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে জোকোভিচ ছুঁয়ে ফেললেন কিংবদন্তি পিট সাম্প্রাসকে। তার ওপরে কেবল রইলেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। সুইস তারকা ফেদেরার সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে সবার ওপরে রয়েছেন। স্প্যানিশ নাদাল জিতেছেন ১৭টি।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ