শনিবার (১০ আগস্ট) সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ওসাকাকে ৬-৩ ও ৬-৪ সেটে হারিয়েছেন সেরেনা। শেষ চারে ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক মুখোমুখি হবেন মেরি বোজকোভার।
তবে ওসাকার র্যাংকিংয়ের শীর্ষস্থান উদ্ধার হয়েছে বর্তমান নাম্বার তিন বাছাই ক্যারোলিনা প্লিসকোভার পরাজয়ে। টরোন্টোতে কানাডিয়ান টিনেজার বিয়াঙ্কা আন্দ্রেস্কুর বিপক্ষে ৬-০, ২-৬ ও ৬-৪ সেটে হেরে যান চেক তারকা। ২০১৭ সালে টানা আট সপ্তাহ র্যাংকিংয়ের শীর্ষে ছিলেন প্লিসকোভা।
এছাড়াও ওসাকার শীর্ষে ওঠার পথ সুগম হয়েছে অ্যাশলে বার্টির পরাজয়ে। চলতি বছরের জুন থেকে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান তারকা বার্টি এই সপ্তাহে রজার কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন।
গত বছর ইউএস ওপেন জিতে শীর্ষস্থানে ওঠেন ওসাকা। এরপর বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনও জিতেন তিনি। সিংহাসন হারানোর আগে টানা ১৮ সপ্তাহ শীর্ষে ছিলেন ওসাকা।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
ইউবি/এমএমএস