ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে ফেদেরার-জোকোভিচ-সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে ফেদেরার-জোকোভিচ-সেরেনা ইউএস ওপেনের কোর্টে ফেদেরার: ছবি-সংগৃহীত

বসনিয়ান তারকা দামির জুমহুরকে হারিয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে পা রেখেছেন রজার ফেদেরার। আরেক ম্যাচে আর্জেন্টিনার হুয়ান ইগনাসিও লোন্দেরোর বিপক্ষে সরাসরি সেটে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ।

আর্থার অ্যাশ স্টেডিয়ামের লড়াইয়ে পাঁচবারের ইউএস ওপেন জয়ী সুইস তারকা জিতেছেন ৩-১ সেটে। প্রথম সেটে ৩-৬ গেমে পিছিয়ে পড়ার পর  ঘুরে দাঁড়িয়ে ফেদেরার বাকি তিন সেট জিতেন ৬-২, ৬-৩, ৬-৪ গেমে।

 

শুরুতে নিজের সাধ্যমতো খেলতে পারছিলেন না সাবেক নাম্বার ওয়ান ফেদেরার। ৯৯তম বাছাই জুমহুরের মতো তারকার বিপক্ষে প্রথম সেটে ১৭টি আনফোর্সড ভুল করেন এই তিন নাম্বার বাছাই। অবশ্য পরের সেটেই স্বরূপে ফিরেন ৩৮ বছর বয়সী তারকা।  

অন্যদিকে কাঁধে চোট পাওয়ায় কোর্টে তিনবার চিকিৎসা নিতে হয় জোকোভিচকে। কিন্তু তাতেও দমে যাননি এই শীর্ষ বাছাই। ৩২ বছর বয়সী সার্বিয়ান তারকা ইগনাসিওকে হারান ৬-৪, ৭-৬ (৭-৩) ও ৬-১ সেটে।

ফ্ল্যাশিং মিডোসের তৃতীয় রাউন্ডে ফেদেরার মুখোমুখি হবেন ব্রিটেনের ড্যান ইভান্স বা ফরাসি তারকা লুকাস পুয়েই’র বিপক্ষে। বুধবার (২৮ আগস্ট) ড্যান বনাম লুকাসের ম্যাচটি হওয়ার কথা থাকলেও নিউইয়র্কের বৃষ্টিতে তা ভেসে যায়। সময় পেছানোয় বৃহস্পতিবার (২৯ আগস্ট) কোর্টে নামবেন ড্যান-লুকাস।  

মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে ওঠেছেন সেরেনা উইলিয়ামস। প্রথম সেটে হারলেও শেষ পযর্ন্ত ৫-৭, ৬-৩, ৬-১ গেমে স্বদেশি কেটি ম্যাকনালির বিপক্ষে জিতেছেন ৩৭ বছর বয়সী তারকা।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ