কোয়ার্টার ফাইনালে কিয়াংকে ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন সেরেনা। ৪৪ মিনিট দীর্ঘ লড়াই শেষে এই জয় তার হাঁটুর ইনজুরি নিয়ে যে শঙ্কা ছিল তা উড়িয়ে দিল।
প্রায় দুই যুগের ক্যারিয়ারে ‘ফ্লাসিং মিডোস’-এ পাওয়া ১০০তম জয়কে ‘স্পেশাল’ মানছেন সেরেনা। এর আগে অষ্টম বাছাই মার্কিন তারকা ক্রিস ইভার্ট টুর্নামেন্টের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০তম জয় তুলে নিয়েছিলেন। আর এক ম্যাচ জিতলে তাকেও ছাড়িয়ে যাবেন সেরেনা।
৩৭ বছর বয়সী সেরেনা ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন। ২৩ শিরোপাজয়ী সেরেনার সামনে দাঁড়াতেই পারেননি এখনও কোনো শিরোপা না জেতা ১৮তম বাছাই ওয়াং।
সেমিফাইনালে সেরেনার প্রতিপক্ষ পঞ্চম বাছাই ইউক্রেনের এলিনা স্ভিতোলিনা।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এমএইচএম