ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

টেনিস

১৫ বছর বয়সেই ফের ৩৯ বছরের ভেনাসকে হারালেন কোকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৯, জানুয়ারি ২০, ২০২০
১৫ বছর বয়সেই ফের ৩৯ বছরের ভেনাসকে হারালেন কোকো কোকো গফ

কোকো গফ গত বছর যখন উইলিয়ামস বোনদের বড় জন ভেনাসকে হারালেন তখন সবাই এটাকে নিছক দূর্ঘটনা হিসেবে ভেবে নিয়েছিলেন। কিন্তু তা যে দূর্ঘটনা নয়, তা আবার প্রমাণ করে দিলেন কোকো।

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনেই ১৫ বছর বয়সী আমেরিকার উঠতি টেনিস তারকা সরাসরি সেটে হারিয়েছেন সাতবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামসকে। ফের স্বদেশি ভেনাসকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন কোকো।

 

গত বছর জুলাইয়ে উইম্বলডনের প্রথম রাউন্ডে কোকো তার ‘আইডল’ ৩৯ বছর বয়সী ভেনাসকে হারিয়ে টেনিস বিশ্বকে চমকে দেন। গতবারের মতোন এবারও তিনি ভেনাসকে হারিয়েছেন ৭-৬ (৭-৫) ও ৬-৩ গেমে।

দ্বিতীয় রাউন্ডে কোকো মুখোমুখি হবেন বিশ্বের ৭৪ নাম্বার বাছাই রোমানিয়ার সোরানার বিপক্ষে।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ