ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

খুলনায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা সমাপ্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
খুলনায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা সমাপ্ত

খুলনা: বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সিটি মেয়র বলেন, অন্য খেলার পাশাপাশি হকি খেলাকে সামনে এগিয়ে নিতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের ভালো প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী প্রজন্মের শিক্ষার্থীরা দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে।  

তিনি বলেন, সরকার বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুল হক খান, উপ-পুলিশ কমিশনার মো. এহসান শাহ, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, হকি ফেডারেশনের সহ-সভাপতি মো. আব্দুর রশিদ শিকদার ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডেটর কর্মকর্তা মো. আব্দুর রশিদ।

এতে স্বাগত রাখেন পুলিশ সুপার ও বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান এস এম শফিউল্লাহ। সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. ইকবাল হোসেন।  

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, যুগ্ম সম্পাদক জি এম রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  

ক ও খ গ্রুপ মিলে মাধ্যমিক পর্যায়ে খুলনা বিভাগের ১০টি বিদ্যালয় অংশ নেয়। ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা এম এ বারি উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে খুলনা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ