ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

বোল্টের চেয়েও দ্রুতগতিতে দৌড়ালেন এই ভারতীয় জকি!  

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
বোল্টের চেয়েও দ্রুতগতিতে দৌড়ালেন এই ভারতীয় জকি!  

কাগজে-কলমে পৃথিবীর ইতিহাসে এখন পযর্ন্ত সবচেয়ে দ্রুততম মানব উসাইন বোল্ট। ১০০ মিটারের ট্র্যাকে মাত্র ৯.৫৫ সেকেন্ডে শেষ করে রেকর্ড গড়েছিলেন জ্যামাইকান স্প্রিন্টার। সেই রেকর্ড অক্ষুন্ন আছে এখনও। 

কিন্তু ভারতের কর্ণাটকের এক কাম্বালা জকি যা করেছে তা শুনলে অবাক হবেন স্বয়ং বোল্টও। কেননা ৩৩ ‍বছর বয়সী স্প্রিন্টারেরে রেকর্ডেই যে হাত দিয়েছেন শ্রীনিবাস গোওডা নামের সেই দৌড়বিদ!

বিশ্ব স্বীকৃত কোনো প্রতিযোগিতায় দৌড়াননি শ্রীনিবাস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈ-চৈ ফেলে দেওয়া ২৮ বছর এ জকি দৌড়েছেন ভারতের কাম্বালা নামের ঐতিহ্যবাহী এক ষাঁড় দৌড়ের ক্রীড়া প্রতিযোগিতায়। যেটা হয়ে থাকে কর্ণাটক রাজ্যের দক্ষিণা কান্নাডা ও উদোপি জেলার মধ্যকার কৃষি জমিতে। যেখানে বাধা দুই ষাঁড়ের পেছনে দৌড়াতে হয় প্রতিযোগিদের।  

আর সেই দৌড়েই শ্রীনিবাস ১০০ মিটার পার হয়েছেন মাত্র ৯.৫৫ সেকেন্ডে। যা কিনা বোল্টের করা রেকর্ডের সমান। ভারতীয় গণমাধ্যম দাবি করছে, বোল্টের চেয়েও দ্রুত গতির মানব শ্রীনিবাস।

মাত্র ১৩.৬২ সেকেন্ডে ১৪২.৫ মিটার দৌড়ে রেকর্ড গড়ে প্রতিযোগিতার চ্যাম্পিয়নও হয়েছেন তিনি। কাম্বালার ইতিহাসে শ্রীনিবাসের আগে কোনো প্রতিযোগী এত দ্রুত দৌড়াতে পারেনি।  

বাংলাদেশ সময়: ১৭০১ ঘন্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ