কিন্তু শেষ পর্যন্ত সব সমস্যা সরে গিয়ে ঠিক সময়েই অনুষ্ঠিত হবে এবারের টোকিয়ো অলিম্পিক, এমনটিও জানান হাশিমোতো।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সঙ্গে টোকিওর চুক্তি অনুযায়ী, ২০২০ সালের শেষ পর্যন্ত অলিম্পিক স্থগিত রাখা যাবে।
তবে অলিম্পিক স্থগিত হলে বিশাল অঙ্কের আর্থিক বোঝা বইতে হবে। জানা যায়, ইতোমধ্যে অলিম্পিকের বাজেট দাঁড়িয়েছে ১.৩৫ ট্রিলিয়ন ইয়েন। আর অলিম্পিক স্থগিত হলে এই খরচ আরও বাড়বে।
অবশ্য অলিম্পিক স্থগিত রাখা হবে কিনা, বা সময় পরিবর্তন করা হবে কিনা, তার সবকিছুই নির্ভর করেছে আইওসির সিদ্ধান্তের ওপরে। গত সপ্তাহে অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থোমাস বাখ জানিয়েছিলেন, করোনা ভাইরাসের বিশ্বজুড়ে সংক্রমণ সত্ত্বেও আইওসি নির্ধারিত সময়েই টোকিও অলিম্পিক্স আয়োজন করতে দায়বদ্ধ।
এই করোনা ভাইরাসের কারণে ইতোমধ্যে বিশ্ব জুড়ে অনেক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। শুধু চীনেই ৩ হাজারের বেশি মানুষ মারা গিয়েছে। আর ভয়ঙ্কর এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে জাপান-সহ বিশ্বের ৬০টি দেশে। জাপানে এই মুহূর্তে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা এক হাজার। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২ জন।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমএমএস