দুই অভিযুক্তের একজন ডিনড্রে বাকের। খেলেন নিউ ইয়র্ক জায়ান্টসের হয়ে।
তাদের লুটকৃত নগদ অর্থের পরিমাণ হলো ১২ হাজার মার্কিন ডলার বা ৯ হাজার ৮৫০ পাউন্ড। অর্থের পাশাপাশি দামি হাতঘড়িও ছিনিয়ে নিয়েছেন তারা। যার আর্থিক মূল্য ২৫ হাজার মার্কিন ডলার।
পুলিশ হন্য হয়ে খুঁজলেও এখনও তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, কর্তৃপক্ষ এনএফএল এবং খেলোয়াড়দের একজনের আইনজীবির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
মিরারাম পুলিশ ইতোমধ্যে বাকের এবং ডানবারের বিরুদ্ধে অভিযোগের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নিজেদের অফিসিয়াল টুইটারে পোস্ট দিয়েছে।
পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী, এক ঘরোয়া পার্টিতে অতিথিরা কার্ড এবং ভিডিও গেমস নিয়ে বাক-বিতণ্ডা শুরু করেন। এ সময় বাকের এবং ডানবার অস্ত্র বের করে ডাকাতি শুরু করেন। তাদের সঙ্গে অস্ত্র নিয়ে লাল মুখোশ পরে যোগ দেন আরেক ব্যক্তি। অস্ত্রের ভয় দেখিয়ে তারা অতিথিদের এক কোণে ঠেলে দিয়ে সবার পকেড় হাতড়ে ডাকাতি শুরু করেন এবং দামি হাতঘড়ি খুলে নেন। ডাকাতি শেষে তিনজনই নিজেদের মার্সিডিজ বেঞ্চ, ল্যাম্বরগিনি এবং বিএমডব্লিউ নিয়ে আলাদা আলাদাভাবে পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ১৬, ২০২০
ইউবি