ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

থাইল্যান্ড

আমন্ত্রণের অপেক্ষা

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ৩০, ২০১৬
আমন্ত্রণের অপেক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্যাংকক থেকে: সর্বশেষ থাই-বাংলা যৌথ বাণিজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে ২০১৩ সালে। সেটা ছিল তৃতীয় বৈঠক।

নিয়ম অনুযায়ী চতুর্থ বৈঠকটি ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ বছর সেটা করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ড।  
এখন শুধু বাংলাদেশের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষা। এ অপেক্ষার কথা জানিয়েছেন থাই বাণিজ্যমন্ত্রী মিসেস এপিরাদি টানট্রাপর্ন।  

সোমবার (৩০ মে) থাইল্যান্ডের রাজধানী কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে  দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী মিসেস এপিরাদি টানট্রাপর্ন।  

এসময় তোফায়েল আহমেদ থাই বাণিজ্যমন্ত্রীকে বাণিজ্য প্রতিনিধি দলসহ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি থাই-বাংলা যৌথ বাণিজ্য কমিটির বৈঠক উপলক্ষে যাওয়ার বিষয়ে সম্মত হন।

থাই বাণিজ্যমন্ত্রী বলেন, দু’দেশের মধ্যকার পরবর্তী যৌথ বাণিজ্য কমিটির বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা। আমরা এ বিষয়ে অত্যন্ত আগ্রহী। এখন শুধু বাংলাদেশের আমন্ত্রণের অপেক্ষা করছি।

তোফায়েল আহমেদ এ সময় শিগগিরই আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানোর প্রতিশ্রুতি দেন।  

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ এগিয়ে নিতে দু’দেশের মধ্যে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ম্যাকানিজম যৌথ বাণিজ্য কমিশন গঠন করা হয়। এছাড়া ১৯৯৭ সালে দু’দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মে ৩০, ২০১৬
জেপি/পিসি

**নতুন সম্ভাবনার আশায় শুরু বাংলাদেশ এক্সপো

**থাই বিনিয়োগকারীদের অন্যতম গন্তব্য বাংলাদেশ 

**৪৪ বছরে প্রথম!

**‘শার্ট টু শিপ’ রফতানির জগতে থাইল্যান্ডকে আহ্বান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

থাইল্যান্ড এর সর্বশেষ