ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

ধর্মীয় সন্ত্রাসবাদে পর্যটন পিছিয়ে পড়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মে ১২, ২০১৬
ধর্মীয় সন্ত্রাসবাদে পর্যটন পিছিয়ে পড়েছে

ঢাকা: বিশ্বে ধর্মীয় সন্ত্রাসবাদের বিস্তারের কারণে বাংলাদেশ পর্যটনে একটু পিছিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেছেন, পর্যটনের ক্ষেত্রে দারিদ্র্য, প্রাকৃতিক দ‍ুর্যোগ, জলোচ্ছ্বাস ইত্যাদি ইমেজ সংকট এখন আর বাংলাদেশের নেই।

কিন্তু সারা বিশ্বে ধর্মীয় সন্ত্রাসবাদের যে বিস্তার ঘটেছে তাতে একটু পিছনে পড়ে গেছে। বাইরে প্রচার আছে এখানে ধর্মীয় সন্ত্রাসবাদের ঝুঁকি রয়েছে। যদিও পাকিস্তান, আফগানিস্তানের মতো কোনো পরিস্থিতি এখানে নেই। তারপরও বাইরে একটু নেতিবাচক প্রচার রয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্ট বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত প্রি-বাজেট আলোচনায় এসব কথা বলেন রাশেদ খান মেনন।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন আরও বলেন, ট্যুরিজম এবং এভিয়েশন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জ এনজয় করছি। এই চ্যালেঞ্জে আমি উত্তীর্ণ হতে পারবো।

আলোচনায় তিনি পর্যটন শিল্পের উন্নয়নে মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, এই মন্ত্রণালয় অর্থ কষ্টের মধ্য দিয়ে চলছে। চলতি অর্থবছরে ২শ’ ৪৮ কোটি টাকা বাজেট ছিলো। আগামী অর্থবছরে আরও ১ শ’ কোটি টাকা বাড়িয়ে বরাদ্দের আশ্বাস পাওয়া গেছে। এই খাতকে এগিয়ে নিতে হলে সমউপলব্ধির প্রয়োজন। সমউপলব্ধি যত না আসবে ততক্ষণ এ খাতকে এগিয়ে নিতে পারবো না।

তিনি বলেন, পর্যটন শিল্পকে আমরা এখনও পরিকল্পিতভাবে একটা জায়গায় নিয়ে যেতে পারিনি। এটা এখনও সম্ভব হয়নি। পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ভিজিট বাংলাদেশ শুরু করতে পারিনি।

বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশের সঙ্গে ট্যুরিজমের প্রসার নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

পর্যটনমন্ত্রী বলেন, থাইল্যান্ড, মিয়ানমার, চীনের সঙ্গে বুদ্ধিস্ট স্থাপনা কেন্দ্রিক পর্যটন নিয়ে আলোচনা হয়েছে। এই কেন্দ্রিক ট্যুরিজমে আগ্রহ দেখিয়েছে-লিথুয়ানিয়া, এস্তনিয়া, স্লোভেনিয়া, লাটভিয়া, আজারবাইজান, তাজিকস্থান।

এভিয়েশন সেক্টরের বিষয়ে তিনি বলেন, এভিয়েশন সেক্টরের প্রশ্ন এভিয়েশন সেফ্টি (নিরাপত্তা)। এই নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা আন্তর্জাতিকভাবে আলোচনা করছি। অস্ট্রেলিয়া ফ্লাইট চলাচল নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যও করবে। নিউইয়র্কে বিমান যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আলোচনায় রাশেদ খান মেনন বাজেটে ট্যুরিজম কর আরোপের বিষয়ে বলেন, এটা আমি ঠেকাতে পারবো না। কারণ অর্থমন্ত্রী শিক্ষা থেকে শুরু করে সকল খাতেই কর আরোপ করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও  পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মে ১২, ২০১৬
এসকে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।