ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

সাড়ে ছয় হাজার টাকায় সেন্টমার্টিন ভ্রমণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
সাড়ে ছয় হাজার টাকায় সেন্টমার্টিন ভ্রমণ ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের পর্যটন খাত দিনদিন বিকশিত হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে ট্রাভেল অ্যাজেন্সিগুলোর প্রতিযোগিতাও।

ফলে চাইলেই এখন দেশে-বিদেশে সহজেই এবং স্বল্প খরচেই ঘুরে আসা যায়।
 
সেন্টমার্টিন যাওয়ার এমন এক আকর্ষণীয় অফার এনেছে ট্রাভেল অ্যাজেন্সি ‘ফড়িং’। এ প্রতিষ্ঠানটি দুই দিন-তিন রাতের জন্য প্রতি সপ্তাহের শেষে ট্রিপের আয়োজন করে। এতে খরচ পড়ে মাত্র সাড়ে ছয় হাজার টাকা। প্যাকেজে যাত্রাকালে নন এসি বাস রাখা আছে। কিন্তু কেউ চাইলে কিছু বাড়তি ফি দিয়ে এসি বাসেও যেতে পারেন।

শুধু সেন্টমার্টিন নয় ‘ফড়িং’ একই সময়ের প্যাকেজ নিয়ে সাজেক-রাঙ্গামাটি, সিলেট-শ্রীমঙ্গল, কেওকারাডং-বগালেক ও সুন্দরবন ট্রিপের আয়োজনও করে থাকে। যার জন্য ট্রিপ ভেদে খরচ হবে সাড়ে ছয় হাজার থেকে সাড়ে ৮ হাজার টাকা।  

এসব তথ্য জানাগেছে রাজধানীর বসুন্ধরা সিটিতে পাঁচদিন ব্যাপী আয়োজিত পর্যটন মেলায়। রোববার (২১ আগস্ট) মেলার পর্দা নামবে।
 
প্রতিষ্ঠানটির ট্যুর কো-অর্ডিনেটর তানভীর আহমেদ বাংলানিউজকে জানান, প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তাদের এ ট্রিপ চলে। এক্ষেত্রে এক রাত দুই দিন এবং দুই রাত তিন দিনের প্যাকেজ চালু রেখেছেন তারা।
 
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।