ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

ফড়িং এর সঙ্গে সাজেকে পরুন মেঘের চাদর

শাহেদ ইরশাদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
ফড়িং এর সঙ্গে সাজেকে পরুন মেঘের চাদর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাজেক (বাঘাইছড়ি, রাঙ্গামাটি) থেকে ফিরে: ভোরে সূর্য ওঠার আগে বা বিকেলে সূর্য ডোবার পরে রাস্তায় দাঁড়ালেই মেঘের চাদর এসে জড়িয়ে নেবে আপনাকে।   চারপাশ দিয়ে উড়ে যাবে সাদা মেঘের দল।



দিনের বেলায় সাদা মেঘের দল থাকে পাহাড়ের গায়ে। রোদের আলো কমার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পরে চারিদিকে। ভেসে বেড়ায় এদিক ওদিক। কেবল সূর্যের আলো গড়িয়ে পড়ার পরপরই মেঘের দল ছুটে চলে এদিক ওদিক।

এসময় এক হাত দূরের জিনিসও ঝাপসা হয়ে ওঠে কুয়াশার মতো। মুখ তুলে উঁচু গাছটির দিকে তাকালে দেখা যায় আঁটকে গেছে টুকরো টুকরো সাদা মেঘ। সেই সাজানো গোছানো মেঘ বিছানো রাস্তা দিয়ে চলতে গিয়ে দিক হারিয়ে ফেলা বিচিত্র নয়।

মনোরম এই দৃশ্য উপভোগ করতে পারবেন রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ‘সাজেক’ গিয়ে। এই মেঘ এই রোদ হওয়ায় বর্ষাকালই মেঘের চাদর পরার উপযোগী সময়।

খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি যাওয়ার জন্য চান্দের গাড়িতে চলতে হবে উঁচুনিচু পাহাড়ি রাস্তায়। দিঘীনালা থেকে বাঘাইহাট হয়ে সাজেক যাওয়ার পথে আপনি দুটি ঝরণার দেখা পাবেন। প্রথমটি হাজাছড়া, পরেরটি সিজুক।



সাজেক যাবেন যেভাবে
সাজেকের অবস্থান রাঙামাটিতে হলেও যেতে হয় খাগড়াছড়ি হয়ে। ঢাকা থেকে প্রতিদিন শান্তি পরিবহন, শ্যামলী, এস.আলম, সেন্টমার্টিন পরিবহনসহ বিভিন্ন বাস খাগড়াছড়িতে যাতায়াত করে। এছাড়াও রাঙামাটি থেকে লঞ্চে করে কাপ্তাই লেক পেরিয়ে লংগদু বা বাঘাইছড়ি হয়ে সাজেক পৌঁছানো যায়।

প্রয়োজনীয় তথ্য
খাগড়াছড়ি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের সাজেকে রাত্রী যাপনের জন্য আপনাকে আগেই রুম বুকিং এবং যাতায়াতের ‘চান্দের গাড়ি’ নিশ্চিত করতে হবে।

বাঘাইহাট থেকে সকাল সাড়ে ১০টায় এবং বিকাল তিনটায় সেনাবাহিনীর সহায়তায় সাজেকে পর্যটক আসা-যাওয়া করে। তার আগে-পরে কোনো পর্যটক আসা যাওয়া করতে পারে না।

দীর্ঘদিন ধরে সাজেকে নিয়মিত ভ্রমণ প্যাকেজ পরিচালনা করছে জাতীয় ভ্রমণ সংস্থা দ্য ফড়িং ট্র্যাভেলস লিমিটেড। তারা ঢাকা থেকে খাগড়াছড়ি বাসে যাতায়াত, সাজেকে রাত্রী যাপন, খাবার, সাজেক-হাজাছড়ি ঝরনা, খাগড়াছড়ির আলুটিলা গুহা ও রিছাং ঝরনায় বেড়ানোর ব্যবস্থা করে থাকে। তিন রাত দুই দিনের প্যাকেজে সব মিলিয়ে খরচ পড়বে জনপ্রতি ৪ হাজর ৭শ’ টাকা।

তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন - ফড়িং দ্যা ট্রাভেল‍ার্স লিমিটেড, ৫৭/১১ (১ম তলা), পূর্ব রাজাবাজার, পশ্চিম পান্থপথ, ঢাকা ১২১৫ ঠিকানায়। ফোন করতে পারেন +৮৮০২৯১৪৪৭৪৪, +৮৮০১৭৮১৭৭০০৩৩ বা +৮৮০১৭৮১৭৭০০৪৪ নম্বরে। অথবা ভিজিট করতে পারেন www.foring.com.bd ওয়েবসাইটে বা Foring.The.Travelers ফেসবুক ঠিকানায়।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।