ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

সবার জন্য পর্যটন উন্মুক্ত করার আহ্বান ঢাবি উপাচার্যের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
সবার জন্য পর্যটন উন্মুক্ত করার আহ্বান ঢাবি উপাচার্যের ছবি- সুমন- বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: এবারের পর্যটন দিবসের প্র‌তিপাদ্যকে যথার্থ ক‌রতে হলে সবার জন্য পর্যটন উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ আ ম স আরে‌ফিন সি‌দ্দিক। একইসঙ্গে পর্যটন নী‌তিমালা সবার কথা চিন্তা করে করার কথাও বলেন তিনি।

২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বরে এসে পৌঁছালে ঢাবি উপাচার্য পর্যটন বর্ষের আয়োজনের আনুষ্ঠা‌নিক উদ্বোধন করেন।

এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর মৎস্য ভবন থেকে সরকারি, বেসরকারি বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেয়।  

র্যালি শেষে আরে‌ফিন সি‌দ্দিক বলেন, এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যটন’। এর মধ্য দিয়ে ধনী-দ‌রিদ্র সবার জন্য পর্যটন‌ আহ্বান জানান দিচ্ছে।

‌তি‌নি বলেন, এবারের পর্যটন দিবসের প্র‌তিপাদ্যকে যথার্থ করতে হলে সবার জন্য পর্যটন উন্মুক্ত করতে হবে। একই সঙ্গে পর্যটন নী‌তিমালা সবার কথা চিন্তা করে করার আহ্বান জানান তি‌নি।  

সেই নী‌তিমালা এমনভাবে করতে হবে যেন যারা অর্থে (টাকা-পয়সা) দ‌রিদ্র হলেও পর্যটনের ক্ষেত্রে তার অংশগ্রহণে কোনো বাধা বা প্র‌তিবন্ধকতা না হয়।

বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান ক‌বির বলেন, আমরা সবাই একসঙ্গে থাকলে পর্যটনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এ  খাতকে এ‌গিয়ে নেওয়া সম্ভব।

‌তি‌নি বলেন, কিছু‌দিন আগে আমাদের দেশের ক‌তিপয় ঘটনায় অন্যান্য খাতের মতো পর্যটন খাতেও কিছুটা ঝাঁকু‌নি খেয়ে‌ছিলাম। সেই ঝাঁকু‌নি পুরোপু‌রি মোকাবেলা করতে সক্ষম হয়ে‌ছি। আমাদের এখানে পর্যটকদের নিরাপদ আবাস নি‌শ্চিত করা হয়েছে।
  
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত র্যালি থেকে বাংলাদেশে নিরাপদে ভ্রমণের আহ্বান জানানো হচ্ছে। বেসাম‌রিক বিমান প‌রিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পর্যটন করপোরেশনসহ কয়েক‌টি সরকা‌রি প্র‌তিষ্ঠান র্যা‌লিতে অংশ নেয়।

পুলিশের পক্ষ থেকেও একটি দল অংশ নেয়। র্যা‌লি শেষে টিএস‌সি অডিট‌রিয়ামে চলছে আলোচনা সভা।

২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রতিবছরই এ ধরনের র্যালির আয়োজন করা হয়।
**পর্যটন দিবসের ৠালি টিএসসি চত্বরে

বাংলাদেশ সময়:১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।