ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

বিশ্ব পর্যটন দিবসে বিভিন্ন জেলায় র‌্যালি ও আলোচনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
বিশ্ব পর্যটন দিবসে বিভিন্ন জেলায় র‌্যালি ও আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলানিউজের ডিস্ট্রিক্ট ও স্টাফ করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

লক্ষ্মীপুর: দিবসটি উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী: সকাল ১১টার দিকে কুয়াকাটা পর্যটন হলিডে কমপ্লেক্স থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর পর্যটন মোটেলের যুবপান্থ নিবাসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি: সকাল ১০টার দিকে খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রাঙামাটি: রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি প্রাঙ্গণ থেকে মোটর র‌্যালি বের করা হয়। যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে বিকেল ৫টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। যার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

এ উৎসবে অনেকের মধ্যে জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।

বেনাপোল (যশোর): বেনাপোল পর্যটন করপোরেশন থেকে সকাল ১১টার দিকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। যা পর্যটন মোটেলে গিয়ে শেষ হয়। পরে সেখানে পর্যটন শিল্প নিয়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ: সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।