ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণের সুযোগ ড্রিম ওয়ার্ল্ডে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণের সুযোগ ড্রিম ওয়ার্ল্ডে ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আইসিসিবি থেকে: বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ সহজ করে দিতে ভিসা প্রসেসিং ও প্যাকেজ অফার দিচ্ছে ‘ড্রিম ওয়ার্ল্ড ট্যুরিজম লিমিটেড’।    
 
যাদের বিদেশ ভ্রমণের আগ্রহ রয়েছে, বা যারা ভাবছেন এই শীতেই চলে যাবেন দেশের সীমানা ছাড়িয়ে দূর প্রবাসে, তাদের জন্য রয়েছে স্পেশাল প্যাকেজ অফার।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) শুধু ফেয়ার চলাকালীন সময় পাওয়া যাবে এ সুযোগ। শনিবার (০১ অক্টোবর) মেলার শেষ দিন।
 
এশিয়ান ট্যুরিজম ফেয়ার উপলক্ষে ড্রিম ওয়ার্ল্ড ট্যুরিজম লিমিটেড বিশেষ প্যাকেজে নেপাল ভ্রমণের সুযোগ দিচ্ছে মাত্র ২৬ হাজার ৯০০ টাকায়। তিনরাত দু’দিন নেপাল ভ্রমণ করতে চাইলে যোগাযোগ করতে পারেন ড্রিম ওয়ার্ল্ডের সঙ্গে। এ প্যাকেজ অফারের সঙ্গে সার্ভিস চার্জ ২৫শ টাকা এবং ভিসা ফি দিতে হবে। অফারে থাকছে প্লেনে আসা-যাওয়ার টিকিট, হোটেল সুবিধা, প্রতিদিন বাফেট ব্রেকফাস্ট, গাইড সার্ভিস ও ভিসা অ্যাসিসটেন্স।
 
তাদের আছে কাঠমান্ডু-পাকুরা ৫ দিন ৪ রাতের জন্য ৩৩ হাজার ৯০০ টাকার প্যাকেজ। এছাড়া ব্যাংকক-পাতায়া ৫ দিন ৪ রাতের জন্য খরচ করতে হবে ৩২ হাজার ৯০০ টাকা, ব্যাংকক-মালয়েশিয়ায় ৫ দিন ৪ রাত ৪৩ হাজার ৯০০ টাকা, ব্যাংকক-সিঙ্গাপুর ৭ দিন ৬ রাত ৬৪ হাজার ৯০০ টাকা, মালয়েশিয়া-সিঙ্গাপুর ৫ দিন ৪ রাত ৪৮ হাজার ৯০০ টাকা। এছাড়াও আরও দেশে যাওয়ার প্যাকেজ অফার দিচ্ছে ড্রিম ওয়ার্ল্ড ট্যুরিজম লিমিটেড।

যারা ভিসা প্রসেসিংয়ের জন্য চিন্তত তাদের জন্যও দিচ্ছে বিশেষ অফার। ফেয়ার উপলক্ষে থাইল্যান্ডে ভিসা প্রসেসিং বাবদ খরচ পরবে ৩ হাজার ৮০০ টাকা, মালয়েশিয়ায় ৫ হাজার ৮০০ টাকা, সিঙ্গাপুর ৫ হাজার টাকা, মার্কিন যুক্তরাষ্ট্র ১৯ হাজার ৫০০ টাকা, মার্কিন যুক্তরাজ্যে ১৫ হাজার ৫০০ টাকা, অস্ট্রেলিয়ান ভিসা প্রসেসিং খরচ ২০ হাজার ৫০০ টাকা, কানাডা ২০ হাজার ৫০০ টাকা, চায়না ১২ হাজার ৫০০ টাকা, স্পেন ১০ হাজার ৫০০ টাকা, ইটালি ২০ হাজার ৫০০ টাকা, জার্মানি ১০ হাজার ৫০০, ডেনমার্ক ১২ হাজার ৫০০ টাকা।
 
ড্রিম ওয়ার্ল্ড ট্যুরিজম লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো. জিকরুল হাসান বাংলানিউজকে বলেন, আমরা পর্যটকদের সুবিধার্থে এবারের এশিয়ান ট্যুরিজম ফেয়ারে নানা অফার দিচ্ছি। যদি কেউ ফেয়ার চলাকালীন বুকিং দিয়ে থাকেন তাহলে সে ৬ মাসের মধ্যে এ প্যাকেজের আওতায় পছন্দের দেশে ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। আমরা সুন্দর ভ্রমণ উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ।
 
পছন্দের দেশে ভ্রমণ প্যাকেজ বুকিং দিতে চাইলে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়। উত্তরা, সেক্টর-৫, রোড-৪/এ,বাসা-১০। ইমেইলে যোগাযোগের ঠিকানা: E-mail: info@dwtourism.com   
 
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এসএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।