ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

একটু-আধটু কুমড়া-মুলায় দুবালার চর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
একটু-আধটু কুমড়া-মুলায় দুবালার চর দুবালার চরে কুমড়ো গাছ-ছবি: শুভ্রনীল

দুবলার চরের দোঁআশ জমিনে ফসলের আবাদ যে হবে না তা নয়। কিন্তু যে চর বছরে সাত মাস পানির নিচে থাকে, সেখানে ধান-সবজির চাষ কীভাবে হবে!

দুবলার চর (সুন্দরবন) থেকে: দুবলার চরের দোঁআশ জমিনে ফসলের আবাদ যে হবে না তা নয়। কিন্তু যে চর বছরে সাত মাস পানির নিচে থাকে, সেখানে ধান-সবজির চাষ কীভাবে হবে!
 
অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর‌্যন্ত দুবলার চরের জীবন।

যে জীবন পাঁচ মাসের, জলমগ্ন; তার সঙ্গে চাষাবাদের হয় নাকো দেখা এই জেনে- চাল থেকে নুন-তেল-সবজি সব আসে খুলনা-মংলা থেকে।
দুবালার চরে কুমড়ো গাছ-ছবি: শুভ্রনীলবরষা মৌসুম ঢুকতেই চারদিক থেকে পানি ঢুকতে শুরু করে। শুকনো মৌসুমের কানার মাথা, শিব মার্কেট, শুঁটকির মাচা, দোকানপাট, গান-গল্প-আড্ডা সব চলে যায় পানির নিচে।
 
এরপরও ছন বা হোগলা পাতার বেড়া বেয়ে আকাশ ছুঁতে চায় কুমড়ো লতা। শুঁটকি মাচার পাশে চিলতে জায়গা খুঁড়ে করা মুলাক্ষেতে পরম মমতায় পানি ঢালেন আশাশুনি থেকে আসা জেলে জিয়াউল। শুধু জিয়াউল নন, তার মতো অনেকেই হাড়ভাঙা পরিশ্রমের পরও শখ করে লাউ, কুমড়া, মুলার গাছ লাগান। তাদের সঙ্গে সঙ্গে এদেরও জীবনসীমা ওই পাঁচমাস।
দুবালার চরে কুমড়ো গাছ-ছবি: শুভ্রনীলসুন্দরবনের দুবলার চরে শুধুই যে জেলেদের বসবাস এমন নয়। রয়েছেন শুঁটকি শ্রমিক, আড়তদার, দোকানদারসহ অন্যরা। তাদের মধ্যেও অনেকে ঘরের পাশে চারা লাগান।
 
এমনিতে মাছ ধরা, শুঁটকির কাজ বা দোকানদারি করে খুব একটা সময় যে কারও থাকে এমন নয়। এরপরও সৌখিন ক্ষেতমালিক সাগর থেকে তুলে আনা লইট্যা-দাতিনার কড়াইয়ে একটু মুলা কেটে দেবেন কিংবা মাছঝোলের সঙ্গে লাউশাক- এতেই লাউ-কুমড়া-মুলার জীবন স্বার্থক।
দুবালার চরে কুমড়ো গাছ-ছবি: শুভ্রনীলপা পড়ে দুবলার চরের মূল বাজার শিব মার্কেটে। ঝুড়ি ভর্তি ফুলকপি, বাঁধাকপি, শালগম, কুমড়া, লাউ, আলু, শিম- এর কোনোটিই এখানকার আবাদ নয়। সব আসে খুলনা-মংলা থেকে। তবে সিংহভাগ খুলনার।
 
বাজারের সবজি বিক্রেতা খোরশেদ আলী জানান, খুলনার বাজারের তুলনায় খুব বেশি দামের পার্থক্য নয় এখানে। দেখা গেলো, ফুলকপি ওখানে কেনা ২০ টাকা, সেইসঙ্গে আনার খরচ যোগ করে এখানে ২৫ টাকা কেজিতে বিক্রি হয়। এভাবেই সব সবজিতে আনার খরচ মিলিয়ে সীমিত লাভ করা হয়।
দুবালার চরে কুমড়ো গাছ-ছবি: শুভ্রনীলট্রলারযোগে খুলনা থেকে মালামাল আনতে লেগে যায় আট-নয় ঘণ্টা। এ দীর্ঘপথ পাড়ি দিয়ে সবজি আনতে বেশকিছু নষ্ট হয়। কিছু নষ্ট হয় বিক্রি না হওয়ায়; কারণ, এখানে সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। কাজেই এ জাতীয় লোকসানের ঝুঁকিও থেকে যায়।
 
বাজারে এরকম সবজির দোকান রয়েছে তিন থেকে চারটি। আলু ৩৫ টাকা, বেগুন ৪০ টাকা, কুমড়া ২০ টাকা, শালগম ২০ টাকা, মুলা ২০, ফুলকপি ৩৫, বাঁধাকপি ৩৫, মরিচ ৬০ টাকা, পেঁয়াজ ২৫ টাকা ও রসুন ৬০ টাকা করে বিক্রি হয়।
দুবালার চরে কুমড়ো গাছ-ছবি: শুভ্রনীলদোকানগুলোতে তরিতরকারির পাশাপাশি লবণ, হলুদ, আদা, জিরা, তেল, চাল, ডালও বিক্রি হয়। চালের দামও খুলনার তুলনায় খুব বেশি নয়। ৫০ কেজি বস্তায় একশো থেকে দেড়শো টাকা বেশি। সেই হিসাবে এখানে কেজিপ্রতি এক-দুই টাকা দাম বেশি হয়।
 
দোকানে এমন সব সবজি তোলা হয় যেগুলো দ্রুত পচনশীন নয়। চাহিদা অনুযায়ী খুলনা থেকে সপ্তাহান্তর সদাই আনা হয় বলে জানান খোরশেদ আলী।
 
তিন মৌসুম হলো এখানে সবজির ব্যবসা করছেন। নিজ এলাকায়ও একই ব্যবসা রয়েছে তার। দুবলার চর ডুবে গেলে ঝুড়ি-পাটি গুছিয়ে তার মতো বাকিরাও নিজ নিজ এলাকায় পাড়ি জমান। অক্টোবর ঘুরতেই আবার এখানে। এভাবেই চলছে দুবলার চরের বেগুন-কুমড়া-লাউ-শালগমের জীবন।
সহযোগিতায়
অারও পড়ুন...

** দুবলার চরের জেলেদের জীবনগাথা
** না দেখলেই নয় হাড়বাড়িয়া ইকোট্যুরিজম কেন্দ্র!
** এইসব দিনরাত্রি রয়ে যাবে গাবখান-বলেশ্বরের বাঁকে
** বুড়িগঙ্গা-মেঘনা ছুঁয়ে পশুর নদীর ডাকে
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এসএনএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।