ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

সুন্দরবনের পর্যটন এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
সুন্দরবনের পর্যটন এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা

খুলনা: করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সুন্দরবনের সব পর্যটন এলাকা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে পর্যটন এলাকায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, বন অধিদপ্তরের আওতাধীন সুন্দরবনসহ বন বিভাগের সব ইকোটুরিজম স্পটে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

...

এর আগে বুধবার (১৮ মার্চ) পার্বত্য জেলা রাঙামাটির সব পর্যটন ও বিনোদন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মার্চ ১৯ , ২০২০
এমআরএম/ এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।