ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

থাই ভিসার জন্য হেলথ সার্টিফিকেট দিতে হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
থাই ভিসার জন্য হেলথ সার্টিফিকেট দিতে হবে থাইল্যান্ড

ঢাকা: এখন থেকে বাংলাদেশের নাগরিকদের থাইল্যান্ডের ভিসার ক্ষেত্রে হেলথ সার্টিফিকেট দিতে হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার থাইল্যান্ডের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

থাই দূতাবাস জানায়, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ১৮ মার্চ থেকে থাই ভিসার জন্য বাংলাদেশি নাগরিকদের হেলথ সার্টিফিকেট জমা দিতে হবে। পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।

এদিকে বৃহস্পতিবার থাই দূতাবাস আরেকটি বিজ্ঞপ্তিতে জানায়, করোনা ভাইরাসের কারণে আগামী ২২ মার্চ থেকে ঢাকার থাই দূতাবাস রোববার-বৃহস্পতিবার সকাল ৯টা- বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।