ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

স্বাস্থ্যবিধি মেনে খুলেছে খুলনার রানা রিসোর্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
স্বাস্থ্যবিধি মেনে খুলেছে খুলনার রানা রিসোর্ট রানা রিসোর্ট অ্যান্ড এমিউজমেন্ট পার্ক/ ছবি: বাংলানিউজ

খুলনা: করোনাকালে স্বাস্থ্যবিধি মেনেই খুলনার রানা রিসোর্ট অ্যান্ড এমিউজমেন্ট পার্ক (ওয়ান্ডারফুল কিংডম) খুলেছে।

শনিবার (০৮ আগস্ট) সকাল থেকে খুলনার বটিয়াঘাটা উপজেলার বরণপাড়ায় অবস্থিত পার্কটি সবার জন্য খুলে দেওয়া হয়।

এ সিদ্ধান্তের ফলে বিনোদনপ্রেমীদের সমাগমে আবারও মুখর হয়ে উঠবে পার্কটি।

করোনা সতর্কতায় গত ২০ মার্চ থেকে খুলনার পার্কসহ সব বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।

খুলনার বটিয়াঘাটার রানা রিসোর্ট অ্যান্ড এমিউজমেন্ট পার্কের (ওয়ান্ডারফুল কিংডম)  প্রধান ব্যবস্থাপক (প্রশাসন) রনজিৎ রায় বাংলানিউজকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবন সংলগ্ন এমিউজমেন্ট পার্ক খুলে দেওয়া হয়েছে। পার্কটিতে রয়েছে ক্যারোসেল, অক্টোপাস রাইড, নাগরদোলা, বাম্পার কার, সেল্ফ কন্ট্রোল্ড প্লেন, ট্রেন, ফ্লাইং কার, জাম্পিং ফ্রগ, লেডি বাগ, মটর রাইড, কেবল কার, সুনামি পুল, ওয়াটার স্লাইড রাইন্ড। দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর বিনোদনপ্রেমীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠবে পার্কটি। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে এটি।

এদিকে, করোনার হুমকি পাশ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে খুলনার জীবনযাত্রা। জীবন ও জীবিকার তাগিদে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘর থেকে বেরিয়ে আসছেন। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরছে। প্রতিদিনই সড়কে বাড়ছে মানুষের সমাগম।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
এমআরএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।