ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

সৈয়দপুর রেলওয়ে কারখানা ঘুরে দেখলেন ভ্রমণকন্যা এলিজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
সৈয়দপুর রেলওয়ে কারখানা ঘুরে দেখলেন ভ্রমণকন্যা এলিজা ভ্রমণকন্যা এলিজা

নীলফামারী: দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারাখানায় ঐতিহ্য অনুসন্ধানে এসেছিলেন ভ্রমণকন্যা এলিজা বিনতে এলাহী।

তিন দিনের সফর শেষে নীলফামারীর সৈয়দপুর শহর নিয়ে মুগ্ধতা প্রকাশ করে এলিজা বললেন, ‘কেবল রেলকে ঘিরেই একটি জনপদ গড়ে উঠেছিল, একটি শহর সভ্যতা গড়ে উঠেছিল সেই উপনিবেশ আমলে।

এত প্রাচীন একটি স্থাপনাকে ঘিরে অনেক বড় পর্যটনকেন্দ্র গড়ে উঠতে পারে। ’

বিশ্ব হেরিটেজ বা ঐতিহ্য পরিব্রাজক হিসেবে পরিচিতি পাওয়া এলিজা বিনতে এলাহী গত ২৩ আগস্ট নীলফামারীর রেলওয়ে শহর সৈয়দপুর ভ্রমণে আসেন। গত তিনদিনে সৈয়দপুর রেলওয়ে কারখানাসহ এ শহরে অবস্থিত রেলের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

আরও পড়ুন>>  ভ্রমণকন্যা এলিজা উত্তরের জনপদ সৈয়দপুরে

রেলওয়ে কারখানা ঘুরে দেখছেন ভ্রমণকন্যা এলিজা
এলিজা এরই মধ্যে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন। একাধারে বিশ্বের অর্ধশতাধিক দেশ ঘুরে দেখেছেন। এসব নিয়ে ইংরেজি ভাষায় দু’টি বইও লিখেছেন। পুনরায় তিনি ‘কোয়েস্ট: আ হেরিটেজ জার্নি’ প্রকল্পের আওতায় ‘সিজন টু’ নামে ভ্রমণ শুরু করেছেন। নারী ট্রাভেলার হিসেবে ভ্রমণে অনেক সীমাবদ্ধতা থাকলেও দমে যাননি তিনি। পরিবারের সদস্যদের অনুপ্রেরণায় নিজের গতি বাড়িয়েছেন তিনি।

সৈয়দপুর ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) এলিজা বাংলানিউজকে বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানা এ শহরকে স্বাতন্ত্র্য করেছে। এ কারখানা অনেক প্রাচীন হওয়ায় অনেক পুরোনো যন্ত্রপাতি, ঐতিহ্য এখানে রয়েছে। যা পর্যটন অকৃষ্ট করতে পারে। বিদেশিরাও আসতে পারেন এখানে। এ জন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
রেলওয়ে কারখানা ঘুরে দেখছেন ভ্রমণকন্যা এলিজা
সৈয়দপুরে রেলওয়ে জাদুঘর স্থাপনে গুরুত্বারোপ করে এলিজা বলেন, দেশের পর্যটনশিল্পের বিকাশে সেভাবে কেউ কাজ করছেন না। রেলওয়ে অনেক বড় একটি সম্ভাবনা। পর্যটন শিল্পে তরুণদের সম্পৃক্ত করতে একটি রূপরেখা তৈরি করেছেন।

তিনি বিস্ময় প্রকাশ করে ভ্রমণকন্যা এলিজা বলেন, ১৮৬২ সালে বাংলাদেশে রেল এসেছে। সে সময় রেলওয়ে কী? অনেক উন্নত দেশ তা জানতো না। সৈয়দপুর রেলওয়ে কারখানার জন্ম ১৮৭০ সালে। ১৯৪৭ সালে নির্মিত একটি প্রেসিডেন্ট সেলুন আছে সৈয়দপুর কারখানায়, যা দেখে আমি অবাক হয়েছি।

বাংলাদেশ সময় ০৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
ডিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।