ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

বাংলাদেশ-ভারত এয়ার বাবল চুক্তি শিগগিরই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
বাংলাদেশ-ভারত এয়ার বাবল চুক্তি শিগগিরই লোগো

ঢাকা: এয়ার বাবল চুক্তির অধীনে তিন মাসের জন্য বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হতে যাচ্ছে।

রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

উভয় দেশের সম্মতিতে শিগগিরই ‘এয়ার ট্রাভেল বাবল’ চুক্তি সম্পাদন হচ্ছে। চুক্তি করতে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রক্রিয়া শুরু করেছে।

গত ২৩ সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ‘এয়ার বাবল’ চুক্তির ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের মতামত চেয়ে নোট ভারবাল পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে গত ৭ অক্টোবর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে প্রস্তাবের উত্তর পাঠায়। বাংলাদেশ মিশন গত ৮ অক্টোবর ভারতীয় প্রস্তাবনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দ্রুত ‘এয়ার বাবল’ চুক্তি সম্পাদন করার পক্ষে মত দেয়।

বেবিচক সূত্র বলছে, ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে বাংলাদেশ ও ভারত ২৮টি করে ৫৬টি ফ্লাইট পরিচালনা করবে। এতে সপ্তাহে পাঁচ হাজার জনের মতো যাত্রী উভয় দেশে যাতায়াত করতে পারবে।

এ ব্যাপারে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বাংলানিউজকে বলেন, ‘ভারতের চিঠি এখনো পাইনি। আমাদের প্রস্তাবনার উত্তর পেলে এ বিষয়ে বলতে পারবো। তবে ভারত যদি আমাদের প্রস্তাবনা মেনে নেয়, তা হলে দ্রুত এয়ার বাবল চুক্তি করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
টিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।