মেলার সহ-আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নির্দেশে শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় প্রায় ২০-২৫ জন হকারকে আটক করে তাদের মালামাল জব্দ করা হয়।
অভিযান অব্যাহত থাকবে জানিয়ে পুলিশ কর্মকর্তারা বলেন, হকারেরা ভোরে ভোরে দেয়াল টপকে মেলায় প্রবেশ করে। কিছু ফাঁকফোকর আছে, সেসব স্থান দিয়েও ঢোকে তারা। তবে হকার প্রবেশ বন্ধে সর্বোচ্চ সতর্ক থাকছে পুলিশ।
ইপিবি সূত্রে জানা যায়, মেলায় দর্শনার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য আনসার, পুলিশ, ৠাব কাজ করছে।
ইপিবির একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, মেলায় হকারদের উচ্ছেদে অভিযান চলছে। সামনের দিনগুলোতে এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
ওএফ/এইচএ/


