ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলা

সিলেটে বাণিজ্যমেলার আয়োজকদের শোকজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
সিলেটে বাণিজ্যমেলার আয়োজকদের শোকজ

সিলেট: সিলেটে খেলার মাঠে বাণিজ্যমেলার আয়োজকদের সাতদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) মামলার শোনানি শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারণ দর্শাতে সাতদিন সময় বেঁধে দেন সিনিয়র সহকারী জজ সদর আদালত।

এর আগে বুধবার (০৬ ফেব্রুয়ারি) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার বদলে মেলার আয়োজনের কারণে জনস্বার্থে মামলাটি করেন নগরীর খাসদবীর এলাকার বাসিন্দা সৈয়দ ইয়ারব আলী বাপ্পী।

পাশাপাশি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মেলা বন্ধের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তিনি।

মামলায় বিবাদীরা হলেন- সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসিন আহমদ, মেলার সমন্বয়কারী ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য এমএ মঈন খান বাবলু, মোকাবিলা বিবাদী- সিলেট জেলা প্রশাসক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বাংলানিউজকে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ তুজাম্মুল আলী বলেন, মেলা বন্ধের জন্য জনস্বার্থে স্বত্ব মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মেলা বন্ধের নিষেধাজ্ঞারও আবেদন করলে আদালত বিবাদীপক্ষকে নোটিসপ্রাপ্তির সাত দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেন।

এ ব্যাপারে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এএইচ ইরশাদুল হক বলেন, প্রতিষ্ঠানের বিরুদ্ধে শোকজ মানেই অস্থায়ী নিষেধাজ্ঞা। বিবাদীপক্ষের উচিত তাদের কার্যক্রম বন্ধ রেখে আইনের প্রতি সম্মান দেখিয়ে আদালতের নির্দেশ মেনে চলা।

গেলো বছরের ডিসেম্বরে এ মাঠেই সিলেট চেম্বার অব কমার্সের আয়োজনে হয়ে গেছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। আর নতুন বছর ঢুকতেই এক মাসের ব্যবধানে এ মাঠেই ফের বাণিজ্যমেলার আয়োজন করেছে সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এনইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।