তবে আন্তর্জাতিক বাণিজ্যমেলা হলেও এতে দেশীয় হকারের চলাচল যেনো বন্ধ হচ্ছে না। স্টল ও প্যাভিলিয়নের মাঝখানে খালি জায়গা কিংবা কোনো স্টলের কোলঘেঁষে পণ্য পসরা সাজিয়ে বসেছেন হকাররা।
দর্শনার্থীদের অনেকেই বলছেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলার সঙ্গে দেশের সুনাম জড়িত। এখানে হকার প্রবেশ করা মানে পরিবেশ নষ্ট হওয়া। অন্যদিকে মেলা কর্তৃপক্ষ বলছে, আমাদের নজরদারি রয়েছে সর্বদা। এরপরও কোনো হকার যদি মেলা প্রাঙ্গণে প্রবেশ করে তবে আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্বার্থ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সরেজমিন মেলা প্রাঙ্গণ ঘুরে ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে হাতের বামপাশ অর্থাৎ ফুড জোন এলাকার আশপাশ, ওসমানী উদ্যানের দেয়াল ঘেঁষে গড়ে ওঠা স্টলের পাশে হকার বেশি চোখে পড়ছে। দেখা যায় জুতার কারিগর জুতা সেলাইয়ে ব্যস্ত রয়েছেন, কেউ ফেরি করে সিগারেট বিক্রি করছেন, কেউবা স্টল বা প্যাভিলিয়নের মাঝখানে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। তবে ক্যামেরা দেখলে, কিংব মোবাইলে ছবি তুলতে গেলে আড়ালে চলে যাচ্ছেন হকাররা।
কীভাবে মেলায় হকাররা প্রবেশ করেছেন এ বিষয়ে তারা কিছু না বললেও একটি সূত্র বলছে, মেলার ফটক উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্টলের মালামাল নিয়ে প্রবেশের সময় এসব হকার তাদের মালামাল নিয়ে মেলায় প্রবেশ করেন। মেলা কর্তৃপক্ষের চোখ এড়িয়ে এভাবেই তারা মেলায় প্রবেশ করে থাকেন। অনেকেই আবার দর্শনার্থী সেজে মেলায় প্রবেশ করে পণ্য বিক্রি করেন।
দর্শনার্থীদের একটি অংশ এসব হকারের পণ্য কিনলেও সিংহভাগই এ বিষয়ে বিরক্তি দেখিয়েছেন। তাদের মতে, দেশের মধ্যে আন্তর্জাতিক মেলা এটি। এর সঙ্গে দেশের সুনাম জড়িত আছে। এখানে হকার প্রবেশ করলে এ মেলা আর ফুটপাতের দোকানের মধ্যে পার্থক্য কোথায়?
হাসিবুল ইসলাম নামে মেলায় আসা এক দর্শনার্থী বাংলানিউজকে বলেন, আন্তর্জাতিক বাণিজ্যমেলা বলতে দেশের মান-সম্মান এর সঙ্গে জড়িত থাকে। এখানে অনেক বিদেশি ক্রেতা-দর্শনার্থী থাকেন। তাদের কাছ থেকে দেশীয় উদ্যোক্তারা অনেক রপ্তানি আদেশ পেয়ে থাকেন। তবে হকার প্রবেশ করলে বিদেশিরা বিষয়টা ভালো ভাবে নেবে না। এবিষয়ে কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া দরকার।
তবে মেলা কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্বার্থ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মেলা বাস্তবায়ন কমিটির সচিব আব্দুর রউফ বাংলানিউজকে বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। মেলার পরিবেশ নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না, হকারতো প্রবেশ করতেই পারবে না। তবে যারা প্রবেশ করেছে বা তাদের প্রবেশে কেউ যদি উৎসাহ দেয় তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখতে হবে এটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা, দেশি-বিদেশি ক্রেতা-দর্শনার্থীর মিলন মেলা।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
ইএআর/জেডএস