ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

আকাশ থেকে কক্সবাজার সৈকত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আকাশ থেকে কক্সবাজার সৈকত আকাশ থেকে দেখা কক্সবাজার সৈকত। ছবি: ইসমাইল হোসেন

কক্সবাজার থেকে: ঘোষণা এলো আর ৫/৭ মিনিটের মধ্যে কক্সবাজার বিমানবন্দরে ল্যান্ডিং।  কিছুটা মেঘ-কুয়াশা কেটে প্লেনের জানালা দিয়ে আসা আলোটা বেড়ে গেল।

নিচের দিকে তাকাতে কেবল ছোট ছোট অট্টালিকা। সবুজের ফাঁকে ফাঁকে তা আরো দৃশ্যমান হতে থাকলো।

আরো কয়েক সেকেন্ড যেতেই স্পষ্ট হতে লাগলো কক্সবাজারের বসতি-স্থাপনাগুলো। আকাশ থেকে দেখা কক্সবাজার।                                          ছবি: ইসমাইল হোসেন

বসতি আর সবুজ বৃক্ষরাজির মাঝ দিয়ে বয়ে যাওয়া নদী দেখা যাচ্ছিলো ওপর থেকেই। আঁকাবাঁকা নদীগুলো যেন বাংলার রূপ বিলাচ্ছে নীরবেই।   আর সেই নদীগুলো সৈকত ধরে বয়ে গিয়ে মিলেছে সাগরে। আঁকাবাঁকা নদী ও বিশাল সাগরে বিচরণ করছিলো মাছ ধরার নৌকা-ট্রলার। লবণ চাষের দৃশ্যও যেন চোখ জুড়ানো। এ যেন অপরূপ এক বাংলার রূপ। নিমিষেই কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করলো ইউএস বাংলার প্লেন।

বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে ওপর থেকে ধারণ করা হলো সমুদ্র সৈকতের এই রূপ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
জেডএম/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।