ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাইব্যুনাল

ডিমলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
ডিমলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ৭

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৭১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (১ জুলাই) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- উপজেলার বাবুরহাট গ্রামের মৃত নফির উদ্দিনের ছেলে নুরল হক (৬৫), গয়াবাড়ী ইউনিয়নের উকিল পাড়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে সহিদুল্লাহ সরকার (৬৫), মৃত বক্তার উদ্দিনের ছেলে মোখলেছার রহমান খোকা (৬৫), দক্ষিণ গয়াবাড়ী গ্রামের মৃত ইব্রাহিম মুন্সির ছেলে একরামুল হক কাজী (৬৮), ডিমলা নিজপাড়া গ্রামের মৃত সাহাদৎ উল্লাহর ছেলে আব্দুস ছাত্তার (৬৫), দক্ষিণ সুন্দরখাতা গ্রামের মৃত আব্দুল হাকিমের  ছেলে আব্দুল খালেক (৬৫) এবং ডিমলা গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে জবেদ আলী (৬৮)।

জেলার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আশরাফ হোসেন বাংলানিউজকে বলেন, তাদের বিরুদ্ধে ২০১৭ সালের ২০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দেওয়া হয়। এর দুই বছর পরে তাদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ কারণে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতার হওয়া আসামিদের ঢাকায় পাঠানো হবে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্রাইব্যুনাল এর সর্বশেষ