ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

১৬ দফা দাবিতে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের গণ অবস্থান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
১৬ দফা দাবিতে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের গণ অবস্থান  ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ১৬ দফা দাবি সামনে রেখে একদিনের গণ অবস্থান পালন করলো ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি।  

রোববার (৪ ডিসেম্বর) আগরতলার তুলসীবতি স্কুল সংলগ্ন শিশু উদ্যান বিপণি বিতানের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এদিনের এ কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সদস্যরা উপস্থিত ছিলেন।

১৬ দফার উল্লেখযোগ্য দাবিগুলো হলো-শিক্ষক-কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) অবিলম্বে প্রদান করতে হবে, আগের মতো কর্মচারীদের বছরে দুইবার করে ডিএ প্রদানের রীতি পুনরায় চালু করতে হবে, অবিলম্বে অধিকার হরণকারী কালা কানুন বাতিল করতে হবে, কন্ট্রিবিউটারি পেনশন বাতিল করে পুনরায় ডিফাইন্ড পেনশন চালু করতে হবে ও  সমস্ত কর্মচারীর ডাই ইন হার্নেস স্কিমে চাকরির অধিকার ফিরিয়ে দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
এসসিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।