ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ১ কোটি রুপির সামগ্রী জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
ত্রিপুরায় ১ কোটি রুপির সামগ্রী জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গত অক্টোবর মাসে ত্রিপুরার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এক কোটি ৭২ লাখ ৬৬ হাজার একশ’ ১৮ রুপি মূল্যের বিভিন্ন সামগ্রী জব্দ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

আগরতলা: গত অক্টোবর মাসে ত্রিপুরার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এক কোটি ৭২ লাখ ৬৬ হাজার একশ’ ১৮ রুপি মূল্যের বিভিন্ন সামগ্রী জব্দ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
এর মধ্যে এক কোটি ৬৮ লাখ ৭৫ হাজার ২৩ রুপি মূল্যের সামগ্রী বাংলাদেশে পাচারকালে জব্দ করা হয়।

আর বাংলাদেশ থেকে ত্রিপুরায় নিয়ে আসার সময় জব্দ করা হয়েছে তিন লাখ ৯১ হাজার ৯৫ রুপি মূল্যের সামগ্রী।
এ একমাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফের হাতে চারজন ভারতীয় নাগরিক ও ১০ জন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এসসিএন/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।