ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নভেম্বর বিপ্লবের শতবর্ষ উপলক্ষে ত্রিপুরায় কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
নভেম্বর বিপ্লবের শতবর্ষ উপলক্ষে ত্রিপুরায় কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নভেম্বর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে সেন্টার ফর ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের (সিটু) খোয়াই জেলা কমিটির উদ্যোগে জেলাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আগরতলা: নভেম্বর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে সেন্টার ফর ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের (সিটু) খোয়াই জেলা কমিটির উদ্যোগে জেলাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ নভেম্বর) জেলার বাগান-বাজার কমিউনিটি হলে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, সিটু’র রাজ্য পরিষদের সদস্য ঝলক মুখ্যার্জি, জেলা কনভেনার নির্মল বিশ্বাস, জেলা কমিটির সদস্য প্রণব চক্রবর্তী প্রমুখ।


 
কর্মশালা শুরু আগে উপস্থিত অতিথিরা লেনিন, কার্লমার্কস ও স্তালিনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

 

কর্মশালায় বক্তরা বলেন, বিজেপি সরকারের শাসনে দেশের শ্রমিক মেহনতি মানুষের কাজের নিশ্চয়তা নেই। তারা শাসন ক্ষমতায় আসার আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছে এখন তার ঠিক উল্টাই করছেন।

জেলার নানা জায়গা থেকে আগত নেতা-কর্মীরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসসিএন/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।