ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

শপথ নিলেন ত্রিপুরার নব নির্বাচিত দুই বিধায়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
শপথ নিলেন ত্রিপুরার নব নির্বাচিত দুই বিধায়ক

বিধায়ক হিসেবে শপথ নিলেন ত্রিপুরা রাজ্যের ৪ নম্বর বড়জলা কেন্দ্রের নব নিযুক্ত বিধায়ক ঝুমু সরকার এবং ২৫ নম্বর খোয়াই কেন্দ্রের বিধায়ক বিশ্বজীৎ দত্ত।

আগরতলা: বিধায়ক হিসেবে শপথ নিলেন ত্রিপুরা রাজ্যের ৪ নম্বর বড়জলা কেন্দ্রের নব নিযুক্ত বিধায়ক ঝুমু সরকার এবং ২৫ নম্বর খোয়াই কেন্দ্রের বিধায়ক বিশ্বজীৎ দত্ত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে ত্রিপুরা বিধানসভার লবিতে নবনিযুক্ত এ দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর, অর্থ দফতরের মন্ত্রী ভানু লাল সাহা, কৃষি দফতরের মন্ত্রী অঘোর দেববর্মা, কৃষি দফতরের মন্ত্রী নরেশ জমাতিয়া, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান রণজিৎ দেববর্মা প্রমুখ।

শপথ গ্রহণের পর বিধায়করা মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই বিধায়ক সংবাদমাধ্যমকে জানান, সাধারণ মানুষের জন্য কাজ করাই হবে তাদের প্রধান লক্ষ্য।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।