ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা রাজ্যে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
ত্রিপুরা রাজ্যে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিপুরা রাজ্যে পালিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার অন্তর্গত বীরচন্দ্র মনু এলাকার কৃষি বিজ্ঞান কেন্দ্রে এ দিবস পালিত হয়।

আগরতলা: ত্রিপুরা রাজ্যে পালিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস।

 

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার অন্তর্গত বীরচন্দ্র মনু এলাকার কৃষি বিজ্ঞান কেন্দ্রে এ দিবস পালিত হয়।

 

ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অব অ্যাগ্রিকালচার রিচার্জের (আইসিএআর) উত্তর-পূর্ব রিজিওনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআরডিডি’র ডিরেক্টর ড. এন দাশগুপ্ত, আইসিএ আর’র ত্রিপুরা সেন্টারের মুখ্য গবেষক কে কে বর্মণ, নাবার্ড’র ডিডিএম দিগন্ত দাস প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা চাষিদেরকে মৃত্তিকা দিবসের তাৎপর্য ও মাটির উর্বরতার পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন।

এ অনুষ্ঠানে রাজ্যে বিভিন্ন এলাকার কৃষকরা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে কৃষকদের মৃত্তিকার স্বাস্থ্যপঞ্জির তথ্যবলি ও মাশরুম চাষের সামগ্রীসহ সবজি চারা বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
এসসিএন/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।