ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বড়দিন উপলক্ষে ত্রিপুরায় মেলার উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
বড়দিন উপলক্ষে ত্রিপুরায় মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনের আরও কয়েকদিন বাকি থাকলেও ত্রিপুরা রাজ্যে বড়দিন উপলক্ষে উৎসব শুরু হয়ে গেছে। চলছে চারদিনব্যাপী মেলা (খ্রিস্টমাস বনিক)। 

আগরতলা: খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনের আরও কয়েকদিন বাকি থাকলেও ত্রিপুরা রাজ্যে বড়দিন উপলক্ষে উৎসব শুরু হয়ে গেছে। চলছে চারদিনব্যাপী মেলা (খ্রিস্টমাস বনিক)।

 

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রিপুরার পশ্চিম জেলার খুমলুং’য়ে এ মেলার উদ্বোধন করা হয়। এটি ১৫তম খ্রিস্টমাস বনিক।  

এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এবছরের এই মেলার সূচনা করেন ত্রিপুরার এ ডি সি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেব্বর্মা।  

আনুষ্ঠানিক উদ্বোধনের পর উপজাতি মেয়েরা ককবরক ভাষায় সঙ্গীত পরিবেশন করেন। এর উদ্যোক্তা খুমলুং ব্যাপ্টিস্ট যাজক গির্জা। এই মেলায় মূলত উপজাতিদের চিরাচরিত পোশাক, গয়না সহ খাবার দাবারের স্টল রয়েছে।  

প্রতিবছর উপজাতিদের হাতে তৈরি বিভিন্ন কাপড় ও তাদের তৈরি চিরাচরিত খাবার দাবারের স্বাদ নিতে প্রতিবছর অউপজাতি অংশের মানুষও মেলায় ভিড় জমান। এবছর মেলা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ০৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬।  
এসসিএন/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।