ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নগদবিহীন টিকিট ব্যবস্থা চালু উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
নগদবিহীন টিকিট ব্যবস্থা চালু উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের

নগদবিহীন লেনদেনের বিষয়ে একধাপ এগিয়ে গেলো ভারতীয় রেলওয়ে দফতর। ক্রেডিট ও ডেভিড কার্ডে হস্তান্তরের মাধ্যমে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে (পিআরএস) টিকিট প্রদানের ব্যবস্থা চালু করেছে ভারতের উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)।

আগরতলা: নগদবিহীন লেনদেনের বিষয়ে একধাপ এগিয়ে গেলো ভারতীয় রেলওয়ে দফতর। ক্রেডিট ও ডেভিড কার্ডে হস্তান্তরের মাধ্যমে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে (পিআরএস) টিকিট প্রদানের ব্যবস্থা চালু করেছে ভারতের উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)।

 

আসাম রাজ্যের রাজধানী গৌহাটি শহরের কামাখ্যা রেলওয়ে স্টেশনে পয়েন্ট অব সেল মেশিন স্থাপনের মাধ্যমে নগদবিহীন এ টিকিট ব্যবস্থা চালু হলো।

রেলওয়ে দফতর পর্যায়ক্রমে সব স্থানে এ ব্যবস্থা চালু করবে। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬ 
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।