ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

গামারীয়া স্কুলে এনএসএস’র বার্ষিক বিশেষ ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
গামারীয়া স্কুলে এনএসএস’র বার্ষিক বিশেষ ক্যাম্প

ত্রিপুরার গোমতী জেলার অন্তর্গত মহারানী এলাকার গামারীয়া দ্বাদশ শ্রেণি স্কুলের ন্যাশনাল সার্ভিস স্কিম’র (এনএসএস) বার্ষিক বিশেষ ক্যাম্প শুরু হয়েছে।

আগরতলা: ত্রিপুরার গোমতী জেলার অন্তর্গত মহারানী এলাকার গামারীয়া দ্বাদশ শ্রেণি স্কুলের ন্যাশনাল সার্ভিস স্কিম’র (এনএসএস) বার্ষিক বিশেষ ক্যাম্প শুরু হয়েছে।

প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এ ক্যাম্পের সূচনা হয়।

এতে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সদস্য ওয়াজ উদ্দিন আহমেদ, মাতাবাড়ী পঞ্চায়েত সমিতির সদস্য সত্যজিৎ ভৌমিক, স্কুলের প্রধান শিক্ষিকা রীতা ভট্টাচার্যসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।  

সাত দিনব্যাপী এ বিশেষ ক্যাম্পে এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করবেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এসসিএন/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।