ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় রেগা কর্মচারীদের মানববন্ধন ও মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
আগরতলায় রেগা কর্মচারীদের মানববন্ধন ও মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ও মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা প্রকল্পে (রেগা) নিযুক্ত সকল কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

আগরতলা: চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ও মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা প্রকল্পে (রেগা) নিযুক্ত সকল কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) ত্রিপুরা রেগা কর্মচারী সমন্বয় সমিতি এ মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করে।

সংগঠনের সদস্যরা প্রথমে রাজধানীর স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেন। পরে রাজধানীর বিভিন্ন রাজপথে সংগঠিত হয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা রাজ্যের রেগা কর্মচারীদের চাকরি স্থায়ী করার প্রসঙ্গে ত্রিপুরা সরকারকে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এসসিএন/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।