ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ইন্দো-বাংলা সীমান্তে আরও ৬টি হাট স্থাপনে সম্মত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
ইন্দো-বাংলা সীমান্তে আরও ৬টি হাট স্থাপনে সম্মত ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

ইন্দো-বাংলা সীমান্তে আরও ৬টি সীমান্ত হাট স্থাপনের বিষয়ে সম্মত হয়েছে ভারত ও বাংলাদেশ সরকার।

আগরতলা: ইন্দো-বাংলা সীমান্তে আরও ৬টি সীমান্ত হাট স্থাপনের বিষয়ে সম্মত হয়েছে ভারত ও বাংলাদেশ সরকার।

এ ছয়টি হাটের মধ্যে ২টি হবে ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ সীমান্ত এলাকায়।

বাকি ৪টি হাট হবে উত্তরপূর্বের মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়।

বর্তমানে ইন্দো-বাংলা সীমান্তে মোট ৪টি সীমান্ত হাট রয়েছে। এর মধ্যে ২টি ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তের শ্রীনগর ও কমলাসাগর এলাকায়, বাকি দু’টি হাট রয়েছে মেঘালয়-বাংলাদেশ সীমান্তের কালাইচর ও বালাত এলাকায়।

২০১০-১১ থেকে ২০১৫-১৬ অর্থবছরে এই চারটি সীমান্ত হাট দিয়ে ভারতীয় মুদ্রায় বাণিজ্য হয়েছে প্রায় ১৬ কোটি ৮৬ লাখ ৬২ হাজার রুপি‍।  

ভারত-বাংলাদেশ সীমান্ত হাটের মতো ভারত ও মায়ানমার’র মধ্যে সীমান্ত হাট স্থাপনের জন্য ভারত সরকার এবং মায়ানমার সরকারের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে বলে ভারত সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের মন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।