ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় চাকমা ভাষা বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আগরতলায় চাকমা ভাষা বিষয়ক কর্মশালা চাকমা ভাষার ব্যকরণ ও অভিধান বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান- ছবি বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলায় চাকমা ভাষার ব্যকরণ ও অভিধানের বিষয়ে দুই দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আগরতলার ভগৎ সিং যুব আবাসনে এ বিষয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আগরতলা: আগরতলায় চাকমা ভাষার ব্যকরণ ও অভিধানের বিষয়ে দুই দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আগরতলার ভগৎ সিং যুব আবাসনে এ বিষয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এ সময় উপস্থিত ছিলেন- আগরতলার বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম কুমার বসু, বিধায়ক অরুণ কুমার চাকমা, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সদস্য সন্ধ্যা রাণী চাকমা ও ত্রিপুরা সরকারের উচ্চশিক্ষা দফতরের অধিকর্তা বি পালিত প্রমুখ।

এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকা থেকে চাকমা ভাষার শিক্ষক-শিক্ষিকারা এই কর্মশালায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এসসিএন/এসআরএস/এমজেএফ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।