ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা ত্রিপুরা সরকারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা ত্রিপুরা সরকারের

ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ইংরেজী নববর্ষের উপহার হিসেবে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার।

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ইংরেজী নববর্ষের উপহার হিসেবে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার।

 

বুধবার (২৮ ডিসেম্বর) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

 

বৈঠক শেষে সন্ধ্যায় অর্থমন্ত্রী ভানু লাল সাহা সংবাদ মাধ্যমকে জানান, সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ও সরকার অধিগৃহীত সব সংস্থার কর্মচারীরাও এ সুবিধা পাবেন। এজন্য সরকারের প্রতি মাসে বাড়তি চৌদ্দ কোটি রুপি এবং বছরে একশ’ আটষট্টি কোটি রুপি খরচ হবে।

এ ঘোষণা ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।