ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

রাজনাথের সঙ্গে ত্রিপুরা বিজেপি সভাপতির সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
রাজনাথের সঙ্গে ত্রিপুরা বিজেপি সভাপতির সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিজেপি নেতার সাক্ষাৎ

ত্রিপুরা রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব।

আগরতলা: ত্রিপুরা রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রদেশ বি জে পি সভাপতি বিপ্লব কুমার দেব।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিজেপি নেতা দিল্লি গিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বিজেপি নেতা ত্রিপুরা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে এবং বিশেষ করে রাজ্যে দিন দিন নারী সংক্রান্ত অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সেই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, সম্প্রতি রাজ্যের ধলাই জেলায় বিজেপি নেতা তথা ভিলেজ কাউন্সিলের নির্বাচিত সদস্য চান্দ মোহন ত্রিপুরাকে দিনে দুপুরে প্রকাশ্যে খুনের ঘটনার উদ্বেগ প্রকাশ করেন।

বিষয়গুলো গুরুত্বসহকারে দেখবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিজেপি নেতা বিপ্লব কুমার দেবকে আশ্বস্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এসসিএন/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।