ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার উত্তর জেলায় লোক সংস্কৃতি উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
ত্রিপুরার উত্তর জেলায় লোক সংস্কৃতি উৎসব ত্রিপুরায় লোক সংস্কৃতি উৎসব

আগরতলা: ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং শ্রীপুর ও দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় উত্তর জেলার ধর্মনগরে লোক সংস্কৃতি উৎসব ২০১৬ অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে ধর্মগরের শ্রীপুর পঞ্চায়েত অফিস মাঠে এ উৎসব শুরু হয়।

লোক সংস্কৃতি উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজ সেবী মাখন লাল পাল, শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আদরিনি দাস, দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতে প্রধান মৃণাল দাস প্রমুখ।


ধামালী নাচ করছেন নারীরা

অনুষ্ঠানে স্থানীয় এলাকার শিল্পীরা মনসা মঙ্গল, লোক গীতি, বাউল গান, ধামাইলসহ নৃত্য পরিবেশন করেন।  

শিল্পীদের গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- কল্যাণ বাড়ৈ এবং সুদীপ দাস। অনুষ্ঠান শেষে বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এসসিএন/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।