ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নীরমহল পর্যটন উৎসব শুরু ৫ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
নীরমহল পর্যটন উৎসব শুরু ৫ জানুয়ারি রুদ্রসাগর লেক

আগরতলা: ত্রিপুরার সিপাহীজলা জেলার মেলাঘরের রুদ্রসাগর লেকে আগামী ৫ জানুয়ারি শুরু হবে নীরমহল পর্যটন উৎসব। দুই দিনব্যাপী উৎসব চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।

ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

দেশ-বিদেশের পর্যটকদের কাছে নীরমহল প্রাসাদকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে মেলাঘরের রাজঘাটে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

ত্রিপুরা সরকারের পর্যটন উন্নয়ন নিগম, মেলাঘর পুর পরিষদ ও রুদ্রসাগর উদ্বাস্তু সমবায় সমিতির যৌথ উদ্যোগে হবে এ উৎসব।
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন দফতরের মন্ত্রী রতন ভৌমিক, সংখ্যালঘু উন্নয়ন ও ক্রীড়া দফতরের মন্ত্রী সহিদ চৌধুরী প্রমুখ।

উৎসবে বাউলসহ নানা আঙ্গিকের গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন রাজ্য ও রাজ্যের বাইরের শিল্পীরা। পাশাপাশি প্রদর্শনী স্টলও থাকবে। থাকবে চিরাচরিত খাবারের প্রতিযোগিতামূলক স্টলও।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭ 
এসসিএন/আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।