ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় এটিএম বুথ থেকে অর্থ লোপাটের চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
আগরতলায় এটিএম বুথ থেকে অর্থ লোপাটের চেষ্টা আগরতলায় এটিএম বুথ থেকে অর্থ লোপাটের চেষ্টা/ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি এটিএম বুথে হানা দিয়ে অর্থ লোপাটের চেষ্টা করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) সকালে আগরতলার চন্দ্রপুর এলাকার ৪৪ নম্বর জাতীয় সড়কের পাশের একটি বুথে টাকা তুলতে গিয়ে বিষয়টি নজরে পড়ে কয়েকজনের। মেশিনটি ভাঙা অবস্থায় দেখতে পান তারা।

খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। খবর দেয় এসবিআই কর্তৃপক্ষকে। আগরতলার এসবিআইর প্রধান কার্যালয় থেকে চার কর্মী বুথে যান।   

অর্থ লোপাটের চেষ্টাকারীরা এটিএম-এর বাইরের অংশ ভাঙলেও মেশিনের ভেতরের যে অংশে টাকা থাকে তার কোনো ক্ষতি করতে পারেনি বলে পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমকে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।

পুলিশের ধারণা বুথে থাকা সিসিটিভির ফুটেজের সাহায্যে খুব সহজেই তাদের নাগাল পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এসসিএন/আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।