ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের অনশন কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের অনশন কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: নানা চিট ফান্ড কোম্পানির দ্বারা রাজ্যের প্রায় ১৪ লাখ মানুষ প্রতারিত হয়েছেন। তাদের আমানত ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার লাগাতর আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৩ জানুয়ারি) সদর জেলা যুব কংগ্রেস ২৪ ঘণ্টার অনশন কর্মসূচি পালন করে। আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বসে সদর জেলা যুব কংগ্রেস সভাপতি শান্তনু সাহা সংবাদমাধ্যমকে ১৪ লাখ মানুষের গচ্ছিত অর্থ ফিরিয়ে দিতে আহ্বান জানান।

যদি তা না করা হয়, তবে আগামী দিনে তারা রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকাতেও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলেও ঘোষণা দেন।

পাশাপাশি তিনি আরও জানান, রাজ্যের চিট ফান্ডের তদন্ত সিবিআই’কে দিয়ে করানোর দাবিতে আগামী ২৬ জানুয়ারি আগরতলার সিবিআই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।