ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় নারী অলিম্পিয়ার্ডকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
আগরতলায় নারী অলিম্পিয়ার্ডকে সংবর্ধনা অলিম্পিয়ার্ড পদ্মশ্রী দীপা কর্মকারকে সংবর্ধনা

আগরতলা: ভারতের প্রথম নারী অলিম্পিয়ার্ড পদ্মশ্রী দীপা কর্মকারকে সংবর্ধনা দিয়েছে রাষ্ট্রায়ত্ব প্রাকৃতিক গ্যাস ও তেল অনুসন্ধানকারী সংস্থা ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোম্পানির (ও এন জি সি) ত্রিপুরা অ্যাসেট।

শুক্রবার (২৭ জানুয়ারি) আগরতলার বাধারঘাট এলাকার ও এন জি সি কমপ্লেক্সের কে ভি স্কুলে এক অনুষ্ঠানে জিমনাস্ট ত্রিপুরা রাজ্যের মেয়ে দীপাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

ও এন জি সি’র ত্রিপুরা অ্যাসেটের ম্যানেজার এস সোনী পদ্মশ্রী দীপা ও তার কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দীকে সোনায় মোড়া ও এন জি সি’র লোগো সম্বলিত একটি করে লকেট এবং ৫ লাখ রুপি করে চেক দেন।



এসময় দীপা কর্মকারের বাবা দোলাল কর্মকার, মা গৌরী কর্মকার, বিশ্বেশ্বর নন্দী’র স্ত্রী তথা দীপার প্রথম কোচ সোমা নন্দী সহ ও এন জি সি ত্রিপুরা অ্যাসেটের প্রায় সব আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এসসিএন/এসই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।