ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নেক’র প্রশংসাপত্র পেলো কমলপুর কলেজ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
নেক’র প্রশংসাপত্র পেলো কমলপুর কলেজ  ত্রিপুরা রাজ্যের কমলপুর ডিগ্রি কলেজ

আগরতলা: ভারতের কলেজের গুণগতমানের নির্ণায়ক সংস্থা ন্যাশনাল অ্যাসেসমেন্ট ও অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (নেক) প্রশংসাপত্র পেয়েছে ত্রিপুরা রাজ্যের কমলপুর ডিগ্রি কলেজ।

নেক’র প্রতিনিধি দল ভারতের বিভিন্ন রাজ্যের কলেজ ঘুরে অবকাঠামো, পড়াশোনার মান ইত্যাদি দেখার পাশাপাশি ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ অন্যান্য কর্মচারীদের সঙ্গে কথা বলে কলেজগুলোকে ‘এ’ ‘বি’ এবং ‘সি’ ইত্যাদি গ্রেড দিয়ে থাকেন।  

গত বছরের ২৭ নভেম্বর তিনদিনের সফরে ত্রিপুরা রাজ্যে আসেন নেক’র প্রতিনিধিরা।

ধলাই জেলার কমলপুর সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন করেন তারা। ফিরে গিয়ে রিপোর্ট দেন প্রতিনিধিরা। তাদের রিপোর্টেই কমলপুর কলেজ ‘বি’ গ্রেড পেয়েছে।  

খবরটি কলেজে এসে পৌঁছালে ছাত্র-ছাত্রী, অধ্যাপকসহ কর্মচারীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।

শনিবার (২৮ জানুয়ারি) কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শ্রীমন্ত রায় বাংলানিউজকে জানান, তারা নেক’র এ গ্রেড প্রদানে খুশি।  

শ্রীমন্ত রায় বলেন, গ্রামীণ এলাকার একটি কলেজের এ ধরনের প্রশংসাপত্র পেতে অধ্যাপক-অধ্যাপিকা, কর্মীসহ ছাত্র-ছাত্রীদের অনেক পরিশ্রম করতে হয়েছে।

পাশাপাশি ধলাই জেলা প্রশাসন, কমলপুর মহকুমা প্রশাসন, স্থানীয় বিধায়ক, পূর্ত দফতর, বিদ্যুৎ দফতরসহ সাধারণ মানুষের সহযোগিতায় এ সাফল্য এসেছে বলেও মনে করেন তিনি। এ সাফল্যের পেছনের সবাইকে ধন্যবাদও জানিয়েছেন শ্রীমন্ত রায়।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭ 
এসসিএন/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।