ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

৫ ফেব্রুয়ারি আগরতলায় ১৯ তম রং মহোৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
৫ ফেব্রুয়ারি আগরতলায় ১৯ তম রং মহোৎসব ন্যাশনাল স্কুল অব ড্রামা’র সংবাদ সম্মেলন-ছবি-বাংলানিউজ

আগরতলা: ভারত সরকারের ন্যাশনাল স্কুল অব ড্রামা'র উদ্যোগে ১৯তম ভারত রং মহোৎসব অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

রাজধানী দিল্লিসহ আগরতলা, কুরুক্ষেত্র, পাটনা, পুনে ও হায়দ্রাবাদে এই মহোৎসব অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ন্যাশনাল স্কুল অব ড্রামা’র আগরতলা কেন্দ্রের কর্মকর্তা বিজয় কুমার সিং।

আগামী ৫ ফেব্রুয়ারি আগরতলার নজরুল কলাক্ষেত্রে শুরু হবে এই উৎসব। এর উদ্বোধন করবেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা।  

তিনি আরও জানান, আগরতলার উৎসবে তিনটি জাতীয় এবং তিনটি আন্তর্জাতিক নাটক মঞ্চস্থ হবে।

আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নাট্য উৎসব।  

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭

এসসিএন/ আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।