ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ত্রিপুরায় তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগাম খবরের ভিত্তিতে ত্রিপুরা রাজ্যের গোমতী জেলা পুলিশ অবৈধভাবে অনুপ্রবেশকারী তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পুলিশ বাহিনী গোমতী জেলার অন্তর্গত নুতন বাজার থানা এলাকার বৈরাগী দোকান থেকে তাদের আটক করে। আটক তিনজনের নাম নয়ন চাকমা (২৩); বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়।

বিহোবন চাকমা (২৬); বাড়ি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় এবং দুর্জয় চাকমা (২৬); বাড়ি খাগড়াছড়ির পানছড়ি উপজেলায়। তাদের তিনটি ব্যাগও জব্দ করে নিয়ে আসে পুলিশ।

এই তিনজনকে বৈরাগী দোকান এলাকার বাসিন্দা মিঠু চাকমার বাড়ি থেকে আটক করা হয়েছে। পুলিশ মিঠুকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

তাদের পাসপোর্ট আইনে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

এই তিনজনকে আটক করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার নবদ্বীপ চন্দ্র জমাতিয়া, অমরপুর মহকুমার এস ডি পি ও এবং নতুন বাজার থানার ও সি জওহর দেববর্মাসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।